মুর্শিদাবাদঃ শ্রমিক সংগঠনের ডাকা ২দিনের ধর্মঘটের প্রথম দিনে কয়েকটি মিশ্র প্রতিক্রিয়া ছাড়া বড় কোন প্রভাব পড়েনি মুর্শিদাবাদ জেলাতে। এদিন সকাল থেকে সরকারি বাস ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। দোকান বাজার অন্যান্য দিনের মতোই খোলা ছিল। জনজীবনও ছিল স্বাভাবিক। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাজের গতি কিছুটা বাড়ে। সরকারি অফিস গুলিতে এবং স্কুল, কলেজ গুলিও ছিল খোলা। অফিস কর্মীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতো।
সরকারি বাস রাস্তায় নেমেছিল কিছুটা বেশি। কোথাও কোথাও হেলমেট মাথায় দিয়ে বাস চালকরা বাস চালিয়েছেন। বেসরকারী বাস কিছুটা কম চলছিল। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শহর জুড়ে একটি মিছিল বেড়িয়েছিল। পুলিসের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সিটুর জেলা সম্পাদক তুষার দে জানান যে, কিছু কিছু জায়গায় তাদের দলের কর্মীদের পুলিস গ্রেপ্তার করেছে কিন্তু মানুষ এই ধর্মঘটকে সমর্থন করেছে।