নিজস্ব প্রতিবেদেন ঃ ঋশভ পান্থের দুরন্ত ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। তরুন এই খেলোয়াড় যেভাবে বিদেশের মাটিতে নিজেকে যোগ্য প্রমান করেছে তা দেখে বিস্মিত গোটা ক্রিকেট মহল। এই ক্রিকেটারের দুরন্ত ইনিংস দেখে মুগ্ধ মহারাজ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে নতুন মাইলফলক গড়েছে বিরাটের ভারত। এদিন মহারাজ বলেন আরও উজ্জল ভবিষ্যৎ রয়েছে পন্থের। আগামীদিনে সে ভারতীয় দলে অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারে। বিদেশের মাটিতে সিরিজের শুরু থেকেই নয়া মেজাজে দেখা যায় পন্থকে। তিনি এখন ভারতের ক্রিকেটারদের মধ্যেমনি বলে মনে করছেন ক্রিকেট মহল। বিদেশের মাটিতে বিরাটের সাফল্য সাথে সাথে উঠে আসল নতুন মুখ । বিদেশের মাটিতে বিরাটের নেতৃত্বে ভারতের এই সাফল্য নয়া নজির গড়ল তা বলাই যায়।
পন্থের প্রশংসায় পঞ্চমুখ মহারাজ
মঙ্গলবার,০৮/০১/২০১৯
827
বাংলা এক্সপ্রেস---