নিজস্ব প্রতিবেদন ঃ বক্স অফিসে রেকর্ড গড়ল সিম্বা। ইতিমধ্যেই এই সিনেমার গান হিট হয়েছে। স্বাভাবিক ভাবেই আবার সাফল্য পেলো রনবীর সিং অভিনীত এই সিনেমাটি। সিনেমার পোস্টার প্রকাশ হতেই হই চই পড়ে গেলেছিল অনেক আগেই। সেই সব এখন অতীত। সোমবার মুম্বইয়ে রণভীর সিং, সারা আলি খান ও রোহিত শেট্টি ‘সিম্বা’র সাফল্য সেলিব্রেট করলেন। সেই পার্টি ছিল পুরো তারকাখচিত।সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন সোনু সুদ। বর্তমানে বক্স অফিসে নয়া নজির গড়ল সিম্বা। রনবীর ফ্যানে দের কাছে দারুন খবর ।
বক্স অফিসে সাড়া ফেলল রনবীর অভিনীত সিম্বা
মঙ্গলবার,০৮/০১/২০১৯
1088
বাংলা এক্সপ্রেস---