শুরু হলো উত্তর ২৪ পরগণা জেলা পুস্তকমেলা


মঙ্গলবার,০৮/০১/২০১৯
457

বাংলা এক্সপ্রেস---

বাংলাএক্সপ্রেস:সোমবার থেকে শুরু হলো উত্তর ২৪ পরগণা জেলা বইমেলা।নিমতা- মাঝেরহাটে অনুষ্ঠিত এবারের মেলা ৩০তম বর্ষে পা রাখলো।মেলায় কলকাতার নামীদামি প্রকাশনী গুলির পাশাপাশি জেলার কিছু অনামি প্রকাশনা সংস্থাও স্টল দিয়েছে।সব মিলিয়ে স্টলের সংখ্যা প্রায় ৮০টি। অন্যান্য বারের মত এবছরও মেলা প্যাভিলিয়নে থাকছে সাহিত্য পর্যালোচনা,কবিতা আবৃতি, বিষয় ভিত্তিক বক্তৃতা এবং গুণিজন সংবর্ধনা।এবছরই প্রথম ছোটদের কথা ভেবে কিডস জোন করা তৈরি হয়েছে। উত্তর ২৪ পরগনার জেলা গ্রন্থাগারিক মনিকা চক্রবর্তী বলেন, ‘ছোটরা যাতে বইমেলার মজা উপভোগ করতে পারে,তার জন্য কার্টুন দেখানোর ব্যবস্থা করা হয়েছে।বইমেলা কমিটির এক কর্তা জানান,মেলা যাতে জমজমাট হয় সেজন্য প্রতিদিন সন্ধ্যায় সংগীত ও নৃত্যানুষ্টানের আয়োজন থাকছে।মেলার উদ্ধোধন করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও চন্দ্রিমা ভট্টাচার্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট