বামেদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘট শুরু রায়গঞ্জে


মঙ্গলবার,০৮/০১/২০১৯
428

বাংলা এক্সপ্রেস---

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী, শ্রমিক বিরোধী ও দেশের স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে বামেদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘট শুরু রায়গঞ্জে। সারা দেশের পাশাপাশি এদিন ধর্মঘট শুরু হয় রায়গঞ্জেও। মঙ্গলবার সকালে পরপর দূরপাল্লার একাধিক সরকারি বাস ডিপো থেকে ছেড়ে বেরোতে দেখা গিয়েছে।

তবে অধিকাংশ বাসেই যাত্রী সংখ্যা ছিল কম। যে কোনও রকম অপ্রতিকার পরিস্থিতি সামলাতে রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী মজুত রাখা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে। সকালের দিকে এদিন বেশ কিছু টোটোকে পথে নামতেও দেখা গিয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে শিলিগুড়ি মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কেও এদিন পুলিশকে বাড়তি নজরদারি চালাতে দেখা গিয়েছে।

ধর্মঘটের অন্যান্য দাবী গুলির পাশাপাশি রাধিকাপুর কলকাতা সকালের ট্রেন, ইসলামপুর ডালখোলা একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ,ডালখোলা ইসলামপুর বাইপাসের কাজ দ্রুত শেষ ও রূপাহার ডালখোলা ফোর লেনের কাজ দ্রুত শেষ করার দাবী রাখা হয়েছে উত্তর দিনাজপুর জেলা সিপিআইএমের পক্ষ থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট