বাংলাএক্সপ্রেস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন কোহলি ব্রিগেড।স্বাধীনতার পর প্রথম টেস্ট জয় করে উচ্ছছিত টিম ইন্ডিয়া।প্রথম এশিয়ান ক্রিকেট টিম হিসাবেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জয় এটি।বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচে পঞ্চম দিনের খেলা আমপ্যায়াররা পরিত্যক্ত ঘোষণা করা হয়।ফলে ২-১ ব্যাবধানে সিরিজ জিতে যায় কোহলি-পূজারারা।চতুর্থ ম্যাচে জয়ের দোড়গোড়ায় পৌঁছেও বৃষ্টিবাধায় ড্র হয় ম্যাচটি।তবে ইতিহাস রচনায় বাধা হয়ে উঠতে পারেনি বৃষ্টি।১৯৩ রানের দূরন্ত ইনিংসের জন্য ম্যান অব দ্যা ম্যাচ ঘোষিত হয়েছে টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা।ম্যান অব দ্যা সিরিজজের খেতাবও পূজারার পকেটে।৪ ম্যাচ সিরিজে ৭ ইনিংসে ৭৪.৪৩ গড়ে ৫২১ করেন তিনি।
অস্ট্রেলিয়াতে ইতিহাস রচনা টিম ইন্ডিয়ার
সোমবার,০৭/০১/২০১৯
600
বাংলা এক্সপ্রেস---