এক পায়েই আন্টার্টিকা জয় অরুণিমার


সোমবার,০৭/০১/২০১৯
516

সাদ্দাম হোসেন মিদ্দে---

বাংলা এক্সপ্রস: এক পায়েই আন্টার্টিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন জয় করলেন অরুণিমা।পৃথিবীর প্রথম প্রতিবন্ধী মহিলা হিসাবে অনন্য এই কৃর্তি গড়ে ইতিহাস রচণা করলেন তিনি।২০১৩ সালেও অরুণিমা আরও একটি কৃর্তি রচণা করেছিলেন।সেটা হল বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট স্পর্শ করেছিলেন।এখানেই শেষ নয় বিশ্বের ৬ টি সর্বোচ্চ শৃঙ্গই জয় করা স্বপ্ন দেখেন পর্বোতারহী অরুণিমা হিনহা।একটা সময় তিনি জাতীয় পর্যায়ের ভলিবল খেলোয়ার ছিলেন।২০১১ সালে ট্রেন যাত্রা করছিলেন অরুণিমা।দুস্কৃতিরা তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।অস্ত্রপাচারের পর প্রাণে বাঁচলেও বাদ যায় একটা পা।অদম্য ইচ্ছা শক্তির ডানায় ভর করে বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন শৃঙ্গ জয়ের।মাউন্ট এভারেস্ট জয়ের মাধ্যমে স্বপ্ন পূরণ করেন অরুণিমা।এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট