মাছের ওজন ২৭৮ কেজি,দাম ৩১ লক্ষ ডলার


সোমবার,০৭/০১/২০১৯
1484

সাদ্দাম হোসেন মিদ্দে---

বাংলা এক্সপ্রেস:এর আগে শুনেছেন এমনটা।একটা মাছের ওজন ২৭৮ কেজি!নিলামে সেটি আবার বিক্রি হয়েছে ৩১ লক্ষ মার্কিন ডলারে।জাপানের টোকিও শহরের এক ব্যাবসায়ী নিলাম পক্রিয়ার মাধ্যমে বিশালাকৃতির ওই ব্লুফিন টুনা মাছটি খরিদ করেন।এই প্রজাতির টুনা মাছ বর্তমানে বিলুপ্ত প্রায় বলে জানা যাচ্ছে।এর আগে ২০১৩ সালেও তিনি ১৪ লক্ষ ডলারে একটি মাছ ক্রয় করেন।এবার ৩১ লক্ষ মার্কিন ডলারে মাছ ক্রয়ের মাধ্যমে ভাঙলেন নিজেরই রেকর্ড।উল্লেখ গত মাসে জাপান এই ধরণের মাছের বাণিজ্যিকি করণ ঘোষণা করে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট