৬জন বাংলাদেশী গোরু পাচারকারীকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিস


রবিবার,০৬/০১/২০১৯
451

বাংলা এক্সপ্রেস---

সুতিঃ সুতিতে ফের ১০টি গোরু সহ ৬জন বাংলাদেশী গোরু পাচারকারীকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিস। শনিবার গভীর রাত্রে সুতি থানার পুলিস সুতির দিঘীর গ্রাম এলাকা ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা দেওয়ার সময় দেখতে পায় কয়েকজন গোরু পাচারকারী গোরু নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে। সেই সময় অন্যান্য পুলিস কর্মীরা একসাথে হয়ে তাদেরকে পাকড়াও করে। ৬জন গোরু পাচারকারীকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ১০টি গোরুকে আটক।

পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তারা সকলেই বাংলাদেশী। ধৃতদের মধ্যে রয়েছে সাকিম সেখ(১৮), রাব্বানী আলম(২১), মোসারফ হোসেন(২৬), রনি সেখ(১৯) দাখেল শেখ(১৯) এবং মামুন রেজা(১৮) নামে ৬জন যুবক। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলায়। রবিবার ধৃতদের জঙ্গীপুর আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট