বিমানের মতো নিরাপত্তা ব্যাবস্থায় সাজতে চলেছে ভারতীয় রেল
নিজস্ব প্রতিবেদন ঃ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতীয় রেল ব্যবস্থা। সুত্রের খবর বিমানের মতোই নিরাপত্তা ব্যবস্থায় সাজতে চলেছে ভারতীয় রেল। দুরপাল্লার ট্রেন গুলির ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন ছাড়ার ১৫.২০ মিনিট আগে নির্দিস্ট প্লাটফর্ম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুত্রের খবর। এছাড়া যাত্রীদের ২০ মিনিট আগে ট্রেনে চরতে হবে। বছরের শুরুতেই অভিনব উদ্যোগ নিতে চলেছে রেল কর্তপক্ষ।
রেলসুত্রে খবর ২০২ টি স্টেশনে এই ব্যাবস্থা চালুর ব্যাপারে কাজ চলছে। আর পি এফ বা লোহার গেটের মাধ্যমে স্টেশন বন্ধ করা হতে পারে। নতুন বছরের শুরুতে নয়া উদ্দ্যগ ভারতীয় রেলের।