সুতিঃ ৪০টি গোরু সহ ৬জন গোরু পাচারকারীকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিস। শনিবার ভোর রাত্রে সুতি থানার পুলিস ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ৬জন ভারতীয় গোরু পাচারকারীকে গ্রেপ্তার করে। এবং তাদের সাথে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৪০টি গোরুও আটক করে। পুলিস সূত্রে জানা গিয়েছে ধৃত গোরু পাচারকারীরা হল বাহাদুর মন্ডল, ধুলু মন্ডল, হাজারি মন্ডল, ধরবেন্দ্র মন্ডল, সফিকুল ইসলাম, সঞ্জিত মন্ডল। আজ তাদের জঙ্গীপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
৪০টি গোরু সহ ৬জন গোরু পাচারকারী গ্রেপ্তার
শনিবার,০৫/০১/২০১৯
490
বাংলা এক্সপ্রেস---