নতুন বছরের শুরুতেই চমক, আপনি কি নতুন স্মাটফোন কিনতে চান? তাহলে প্রতিবেদনটি আপনার জন্য


শনিবার,০৫/০১/২০১৯
812

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন দিশা সাথে নতুন ফোন না হলে চলে। আজ স্মাটফোনের যুগে কে কাকে টেক্কা দেবে তা দিয়ে ডিজিটাল বাজার এখন সরগরম। কোন স্মাটফোন ভালো, আবারও কারো বা ফিচারস পিছনে ফেলে দেয় অন্যদের। সেলফির যুগে একে অপরকে টেক্কা দিয়ে বাজারে আসছে নতুন স্মাটফোন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পাঁচটি ক্যামেরা নিয়ে লঞ্চ করতে চলেছে নোকিয়া ৯ পিওর ভিউ।

স্মার্টফোনটির পিছনের ক্যামেরার সংখ্যা ৫টি। ফ্রন্ট ক্যামেরার সংখ্যা ২টি। সেলফি ক্যামেরাতেও থাকছে বৈচিত্র। শুধু ক্যামেরা নয়, স্মার্টফোনটির বাকি ফিচারেও রয়েছে আকর্ষণ।
আজ অফিস হোক বা কোন অনুষ্ঠানে ফটো তোলা চাই । অফিসের গূরুত্বপুর্ন নথি পত্রাদি হাতের নাগালে পাওয়ার জন্য এখন অনেকেই স্মাট ফোনকেই বেছে নিয়েছেন। তাছাড়া সমস্ত নিউজের আপডেট পেতে মুহুর্তের মধ্যে স্মাটফোন ই ভরসা সকলের। তাই নতুন বছরে নতুন ফিচারস সহ ফোন নিতে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এই স্মাটফোনটি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট