নিজস্ব প্রতিবেদন ঃ সিডনি টেস্টে জয়ের সন্মুখে ভারতীয় দল। পুজারার অনবদ্য ব্যটিং মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। কেরিয়ারের ১৮তম সেঞ্চুরিটি সেরে ফেলেছেন এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। পন্থও প্রথম ইনিংসে ভারতের প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়ে জায়গা করে নিয়েছেন ইতিহাসে।
ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলা দুই ব্যাটসম্যানকে সম্মান জানাল সিডনি ক্রিকেট গ্রাউন্ড। যদিও এটা এই গ্রাউন্ডেরই নিয়ম। বিদেশের মাটিতে পুজারার ও পন্থের দুরন্ত প্রত্যাবর্তন উজ্জ্বল করেছে ভারতীয় ক্রিকেটকে। যেভাবে গ্রাউন্ডে মাটি আঁকরে পড়েছিলেন তা দেখে বিস্মিত অজি বাহিনী। পুজারার লম্বা ইনিংস ভারতকে পাহাড় সমান রানের দোরগোড়ায় পৌঁছে দেয়। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেট হারিয়ে ২৩৬ রান। এদিন ভারতীয় বোলারদের দারুন ছন্দে দেখা যায়। বিদেশের মাটিতে জয়ের হাতছানি ভারতীয় দলের কাছে। কোহলির নেতৃত্বে ভারতীয় দল যে সুবিধাজনক অবস্থায় রয়েছে তা আবার প্রমানিত।
বিদেশের মাটিতে জয়ের হাতছানি , প্রশংসা কুড়ালেন ভারতীয় তারকা ক্রিকেটার
শনিবার,০৫/০১/২০১৯
642
বাংলা এক্সপ্রেস---