পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর এর পিংলায় চোলাই মদের ঠেকে হানা আবগারি দফতরের। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে সবং সার্কেল আবগারি দফতরের ওসি স্বপ্না চক্রবর্তীর নেতৃত্বে আবগারি দলবল নিয়ে পিংলা ব্লকের ডাঙরমুড়া, গড়পাড়, করকাই, সহ বেশকিছু এলাকায় অভিযান চালানো হয়। তবে আবগারি দফতর আসার খবর পেয়ে মদ ভাটির মালিকরা পালিয়ে যায়। এদিন অভিযান চালিয়ে এলাকা থেকে চোলাই মদ তৈরির ৬৫০লিটার কাঁচামাল, ও মদ তৈরির লিকুইড ৯২লিটার বাজেয়াপ্ত করা হয়। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
পশ্চিম মেদিনীপুর এর পিংলায় চোলাই মদের ঠেকে হানা আবগারি দফতরের
শনিবার,০৫/০১/২০১৯
541
বাংলা এক্সপ্রেস---