নিজস্ব প্রতিবেদন ঃ সুধীর গৌতম ক্রিকেট বিশ্বের কাছে খুব পরিচিত মুখ। সিডনি টেস্টে ভারতের হয়ে বহুবার তিনি বিদেশের মাটিতে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয় তিনি মাস্টার ব্লাস্টার এর অন্যতম সেরা ফ্যান। গত সোমবার সকালে অস্ট্রেলিয়ার বিমানে ওঠেন সুধীর। স্যর ডনের দেশে যাওয়ার যাবতীয় খরচ বহন করছেন ভারতের ক্রিকেট-কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ‘তাঁর বুকে লেখা তেন্ডুলকার। সিডনি টেস্টে জয়ের দোরগোড়ায় ভারতীয় দল। আর সেই জয়ের সাক্ষী থাকতে আজ মাঠে উপস্থিত তিনি ।
বুকে ‘তেন্ডুলকর’ লেখা সুধীর গৌতম আজ ক্রিকেটবিশ্বে পরিচিত মুখ।
শনিবার,০৫/০১/২০১৯
532
বাংলা এক্সপ্রেস---