আজ সকালে হিন্দমোটরের এস এম ইনস্টিটিউট নামে ইংরেজি মাধ্যমের স্কুলে ঢুকে ভাঙচুর করে সঞ্জয় রাউকা নামে এক যুবক। এস এম ইনস্টিটিউট স্কুলের প্রিন্সিপালের অভিযোগ আজ সকালে স্কুল চলাকালীন সঞ্জয় ও তার দুই বন্ধু কে নিয়ে স্কুলে চড়াও হয়,সঞ্জয় স্কুলে কপি, খাতা, বই ডেলিভারি করে সে আমার থেকে 40 হাজার টাকা এই ডেলিভারি হিসেবে পাই। আমি দিতে দেরি করায় আমাকে মারধোর ও স্কুলে ভাঙ্গচুর করে, তখন স্কুলে ক্লাস চলায় সব ছাত্র ছাত্রীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এই স্কুলের প্রিন্সিপাল সুখদেও সিং উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানায়।
হিন্দমোটরের একটি বেসরকারি স্কুলে ঢুকে ভাঙচুর
শুক্রবার,০৪/০১/২০১৯
584
বাংলা এক্সপ্রেস---