পশ্চিম মেদিনীপুর: অসুস্থ অবস্থায় একটি হুতুম পেঁচা কে উদ্ধার করে তার প্রাথমিক চিকিৎসা করে সংরক্ষণের জন্য পাঠালেন বেলদা বনদপ্তর। শুক্রবার সকালে বেলদা থানার বড়মোহনপুরে ঊষা মাইতির বাড়িতে রান্না ঘরে দেখতে পাওয়া যায় একটি পেঁচা।প্রাথমিকভাবে বাড়ির রান্নাঘর থেকে অসুস্থ অবস্থায় বই পেঁচাটি কে উদ্ধার করেন ঊষা মাইতির ছেলে চয়ন মাইতি।
তারপরই বেলদা বনদপ্তর এ খবর দেয়া হলে বনদপ্তর আধিকারিকরা গিয়ে ওই পেঁচা টিকে উদ্ধার করে আনে। জানা গিয়েছে, ওই পেঁচা প্রজাতিটি নাম হুতুম পেঁচা। সূত্রের খবর, ওই পেঁচার বাম চোখ এবং পায়ে আঘাত রয়েছে। বেলদা বনদপ্তর এর পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার পর সংরক্ষণের উদ্দেশ্যে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।