সৈকতে তিনদিন, আনন্দ অন্তহীন


শুক্রবার,০৪/০১/২০১৯
754

বাংলা এক্সপ্রেস---

নতুন বছরে সমুদ্রপ্রেমীদের জন্য সুখবর।দিঘায় অনুস্টিত হতে চলেছে বাংলার সৈকত উৎসব ২০১৯! আগামী ১ লা ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্জন্ত চলবে এই উৎসব। এই অনুস্টানকে কেন্দ্র করে সাজো সাজো রব সৈকত জুড়ে। শীত প্রিয় বাঙালীর নতুন ডেস্টিনেশান দীঘা। নতুন বছর শুরু হয়েছে তারই মধ্যে ফেস্টুভ মুডে রয়েছে সকলে। সব মিলিয়ে এই শীতে সমুদ্র সৈকত আছড়ে পড়বে পর্জটকদের ঢেউ তা বলার অপেক্ষা রাখে না।

বাঙালীর প্রিয় পর্জটন কেন্দ্র গুলির মধ্যে দীঘা অন্যতম। সাধ্যমতো হোটেল, রেস্তোরাঁর ভুড়িভোজ করতে দীঘার বিকল্প নেই। সাথে সমুদ্রস্নান উকড়ি পাওনা। দীঘার শংকরপুর, তাজপুর ও মন্দারমনিতে চলবে এই অনুস্টান। মন্দারমনি হোক বা তাজপুর সব কিছুর প্রানকেন্দ্র দীঘার সমুদ্র সৈকত। আর শুধু দিন গোনার অপেক্ষা।সমুদ্র সৈকতে উৎসবে মাতবে আমজনতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট