মুর্শিদাবাদ জেলা তৃনমুলের প্রকাশ্য মঞ্চে গোষ্ঠী দ্বন্দ্ব


বৃহস্পতিবার,০৩/০১/২০১৯
478

বাংলা এক্সপ্রেস---

জঙ্গীপুরঃ মুর্শিদাবাদ জেলা তৃনমুলের প্রকাশ্য মঞ্চে গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিল। ১৯শে জানুয়ারির প্রস্তুতি সভা চলছিল জঙ্গীপুরের মেকেঞ্জী মাঠে সেই সময়ে বক্তব্য রাখতে উঠেন রাজ্যের মন্ত্রী জাকীর হোসেন। বক্তব্য শুরু হতেই চরম বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছু তৃণমূলকর্মী। বাধ্য হয়ে মন্ত্রীর বক্তব্য বন্ধ করতে বাধ্য হয়। ময়দানে জেলা সভাপতি সুব্রত সাহা মাইক ধরে, তিনি তৃণমূল কর্মীদের থামানোর চেষ্টা করেন।

তখন অবশ্য শুভেন্দু অধিকারী আসেননি মঞ্চে। দোলা সেন তখন উপস্থিত মঞ্চে তারই সামনে ঘটে এই ঘটনা। পরে অবশ্য পরিস্থতি স্বাভাবিক হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী।  মঞ্চে উপস্থিত ছিলেন  শ্রম প্রতিমন্ত্রী জাকির  হোসেন, ইমানি বিশ্বাস, জঙ্গিপুর পৌরসভার  চেয়ারম্যান মোঝারুল ইসলাম, রঘুনাথগঞ্জ এর বিধায়ক আখরুজ্জামান, বিধায়িকা দোলা সেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট