কলকাতা: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ আগামী ৮ ও ৯ জানুয়ারি টানা ৪৮ ঘন্টা সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ওই ধর্মঘটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও সামিল হওয়ার আহ্বান জানাল এরাজ্যের বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। সেইসঙ্গে রাজ্য সরকারকেও ধর্মঘটে সদর্থক ভূমিকা পালন করার আবেদন রাখল তারা। ধর্মঘটে সমর্থনের আবেদন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হচ্ছে বলে বুধবার সাংবাদিক সম্মেলনে জানালেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু।
তিন মাস আগেই ধর্মঘট ঘোষনা হওয়া সত্বেও ধর্মঘটের দিনে বিভিন্ন পরীক্ষার সূচি পড়ায় সরব হন বাম ট্রেড ইউনিয়নের নেতারা। পরীক্ষার সূচি বদলের জন্য রাজ্য ও কেন্দ্র সরকার সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা চিঠি পাঠাচ্ছেন বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানান অনাদি সাহু। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে যখন সরব এ রাজ্যের শাসক দল তখন ধর্মঘটের বিরোধীতা না করে সমর্থন করতে এগিয়ে আসা উচিত বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জোরাল ভাষায় সওয়াল করেন বাম ট্রেড ইউনিয়ন নেতারা।