জলঙ্গিতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


মঙ্গলবার,০১/০১/২০১৯
460

বাংলা এক্সপ্রেস---

জলঙ্গি: মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে জলঙ্গী থানার রৌশননগর এলাকায়। মৃতের নাম সান্তনা বিবি (২৪)। পরিবার সূত্রে জানা যায় সান্তনা বিবির আগে বিয়ে হয়েছিলো জলঙ্গীর খয়রামারির মহাবুর সেখের সাথে। তাদের দুই সন্তানও আছে। কিছুদিন যাবৎ আগে সান্তনার ফোনে ফোনালাপ হয় জলঙ্গীর ফরিদপুরের রাফিজুল মোল্লার সাথে। এই নিয়ে ফোনে কথা বলতে বলতে প্রেম হয়। গত তিনমাস আগে সান্তনা বিবি রাফিজুল মোল্লার সাথে প্রেম করে বিয়ে হয়।

একমাস ঠিকঠাক চললেও পারিবারিক অশান্তির জন্য সান্তনা তার শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে আশে। দুইমাস পর গতকাল জামাই রাফিউল মোল্লা ও তার বন্ধুরা মিলে সান্তনা বিবি কে বাড়ি নিয়ে যাবার জন্য নিতে আসে। এমনকি মেয়ের বাড়ির লোকজন পাঠিয়ে দেই। মঙ্গলবার সকালে মেয়ের বাবার বাড়ি থেকে ১০০ মিটার দুরে সরিষার জমিতে গলাকাটা মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেই মৃতের পরিবারের বাড়ি। সেখানে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। মৃতের পরিবার অভিযোগ করছে যে জামাই এবং তার বন্ধুরা মিলেই খুন করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট