নতুন বছরকে স্বাগত জানিয়ে উৎসবে মাতল অকল্যান্ডবাসী। শুধু তাই নয় সাল শেষের আনন্দে গা ভাসিয়ে দিয়েছে সকলে। সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের আগমন ঘটল অকল্যান্ডে। সমস্ত অভিমান, দুঃখ ,ভাবনা ভুলে সাল শেষের আনন্দে মাতোয়ারা গোটা বিশ্ব। আতসবাজির সাথে উচ্ছাসে ভাসল অকল্যান্ডবাসী। আর কিছু সময়ের অপেক্ষা শহর কলকাতা ভাসবে ঠীক একই ভাবে, সব মিলিয়ে নতুন বছরের আনন্দে মাতোয়ারা গোটা বিশ্ব।
বর্ণাঢ্য আতশবাজি প্রদর্শনের মধ্যদিয়ে আবারও নতুন বছরকে স্বাগত জানাল অকল্যান্ডের বাসিন্দারা
সোমবার,৩১/১২/২০১৮
1499
বাংলা এক্সপ্রেস---