টাকা উঠিয়ে মহিলা শিল্পীর সাথে নাচ তৃণমূলের নেতাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও


সোমবার,৩১/১২/২০১৮
570

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর: ছাত্র-যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে মহিলা সংগীত শিল্পীর সঙ্গে চটুল গানের নাছলেন একাধিক স্থানীয় তৃণমূল নেতা সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। রায়গঞ্জ ব্লকের মহারাজা হাই স্কুলের মাঠে দু’দিনের ছাত্রযুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের মাঠে দর্শকদের সামনে এই আপত্তিকর ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

ছাত্র যুব উত্স বের  শেষের দিন বহিরাগত মহিলা সংগীতশিল্পী মঞ্চে অনুষ্ঠান শুরু করেন। সেইসময় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী তথা তৃণমূলের ব্লকের যুব নেতা উৎসবের আহ্বায়ক তিলক সরকারকে মঞ্চে নাচ করতে দেখা যায়। সেইসঙ্গে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী ফিরোজ শাহ এবং আরেক কর্মাধ্যক্ষ সত্যজিৎ বর্মন-সহ প্রমুখ নেতাদের মঞ্চে চটুল গানে হাত পা দুলিয়ে দর্শকের সামনে মঞ্চে নাচতে দেখা যায়। এমনকী এক নেতাকে মহিলা শিল্পীর গায়ে টাকা ছড়াতেও দেখা যায়।

ওই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তো বটেই, দলের নেতার এমন আচরণের সমালোচনা করেছেন শাসকদলের অনেক স্থানীয় নেতাও। তবে মঞ্চে চটুল নাচের বিষয়টি অস্বীকার করেছেন রায়গঞ্জের ছাত্র-যুব উৎসবের আহ্বায়ক ও তৃণমূল নেতা তিলক সরকার। তাঁর দাবি, “মঞ্চে সুন্দর একটা অনুষ্ঠান হল, এটা নিয়ে এত কথা বলার কী আছে? দু’দিন ধরে পরিশ্রম করলাম। সেটা নিয়ে তো কেউ কিছু বলছেন না।” তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য বলেন,“আমি জানি না আসলে কী হয়েছে, তবে জেনে পরে বলব। তবে ছাত্র-যুব উৎসবে কখনও চটুল নাচ কাম্য নয়।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট