হরিহরপাড়াঃ নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তার কাজের প্রতিবাদে গ্রামবাসীদেরকে ব্যাপক মারধোরের অভিযোগ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রাইপুর গ্রাম পঞ্চায়েতের তত্বাবধানে সদানন্দপুর এলাকায় ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছিল। কাজের বরাত পেয়েছিলেন কামাল মন্ডল নামে এক ঠিকাদার। আর শনিবার কাজ শুরু হতেই গ্রামবাসিরা লক্ষ্য করেন নিয়ম না মেনেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হচ্ছে। ফলে নিম্নমানের কাজের প্রতিবাদ করেন গ্রামবাসীরা।
তখন ঠিকাদারের শ্রমিক ও তার দলবল গ্রামবাসীদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় রেজাউল ইসলাম ও সাইনুর ইসলাম নামে দুই গ্রামবাসী আহত হয়েছেন। অভিযুক্ত ঠিকাদার ও তার শ্রমিকদের বিরুদ্ধে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত গ্রামবাসীরা। ঘটনার জেরে রাস্তা নির্মানের কাজ বন্ধ রয়েছে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত ঠিকাদার। পুলিস অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।