কল্যাণ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিগেডের উদ্দেশ্যে মিছিল


রবিবার,৩০/১২/২০১৮
531

বাংলা এক্সপ্রেস---

রবিবার সকালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল শেওড়াফুলি ফাঁড়ির মোড় থেকে সান পিরির মাঠে গিয়ে শেষ হয়। এদিন সকালে 19 শে জানুয়ারী বিগ্রেডের সভার আয়োজনে মিছিলটি বের হয়ে থাকে। মিছিলে কল্যাণ বন্দোপাধ্যায়ের ছাড়াও উপস্থিত ছিলেন। চাঁপদানীর প্রাক্তন বিধায়ক মুজাফফর খান, প্রাক্তন বৈদবাটী পৌরসভার পুরপ্রধান অজয় প্রতাপ সিং, হুগলি জেলা পরিষদের পূর্ত করমাধক্ষ সুবীর মুখোপাধ্যায় সহ শেওড়াফুলি, বৈদবাটীর শহরের বেশকিছু প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর।

পরে এই মিছিলে যোগদান করেন উত্তরপাড়া পৌরসভার পুরপ্রধান দিলিপ যাদব ও বৈদবাটী পৌরসভার পুরপ্রধান অরিন্দম গুই ও অন্যান্য বিশিষ্ট জনেরা। মূলত আজ রবিবার সকালে এই মিছিল শ্রীরামপুরের সংসদ কলাণ বন্দোপাধ্যায় মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়েই করলেন বলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সূত্রে জানা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট