কলকাতা: সম কাজে সম বেতন সহ একাধিক দাবিতে পথে নামলেন রাজ্যের শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত শিক্ষাবন্ধুদের একাংশ। সেই সঙ্গে পথে নামালেন তাদের সন্তান – সন্ততি ও আত্মীয় পরিজনদেরও। শনিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বেতন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হন স্নাতকত্তোর যোগ্যতাধারী এইসব শিক্ষাবন্ধুরা। শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চের পক্ষে নন্দদুলাল দাস বলেন, বর্তমান অগ্নিমূল্যের বাজারে তাদের বেতন মাত্র ৫ হাজার ২৪০ টাকা। মাসের অর্ধেক দিন না খেয়েই কাটাতে হচ্ছে তাদের। বাধ্য হয়েই তাই সন্তানদের নিয়ে পথে নামতে হয়েছে।
শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চের এই আন্দোলনে পাশে রয়েছে সিপিএমের শ্রমিক সংগঠনও। এদিনের মিছিলে পা মেলান সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী। বাম দলগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটে শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চও সামিল হচ্ছে বলে জানালেন তিনি।
এদিনের মিছিল থেকে শিক্ষা বন্ধুরা দাবি জানান, প্রতিবছর ১০ শতাংশ হারে বেতন বাড়ানো, গ্রাচুউটি নূন্যতম ৫ লক্ষ টাকা করা, অবসর গ্রহনের বয়স ৬৫ বছর করা , অন্য রাজ্যে শিক্ষা বন্ধুদের যে বেতন দেওয়া হয় এরাজ্যেও তা চালু করা প্রভৃতি।