সুতিঃ সুতিতে ৬কেজি বোমা তৈরীর বিস্ফোরক সহ গ্রেপ্তার দুই। বৃহস্পতিবার গভীর রাতে সুতি থানার পুলিস সুতি থানার চৌধুরী মোড় সংলগ্ন এলাকা থেকে ৬কেজি বোমা তৈরীর বিস্ফোরক উদ্ধার করে। বিস্ফোরক মজুত করার অপরাধে রাজু মহলদার এবং জামসু মহলদার নামে দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যাক্তিদের বাড়ি সুতি থানার দাড়িয়াপুর এলাকায়। তবে কিভাবে ওই ব্যাক্তিরা বাড়িতে বিস্ফোরক মজুত করল আর কেনই বা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিস। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হবে।
সুতিতে বোমা তৈরীর বিস্ফোরক সহ গ্রেপ্তার
শুক্রবার,২৮/১২/২০১৮
466
বাংলা এক্সপ্রেস---