বহরমপুরঃ হনুমানের কামড়ে আক্রান্ত এক যুবক। পেশায় রাজমিস্ত্রী রাহুল শেখ হরিহরপাড়া এলাকা নিজের বাড়ি থেকে বহরমপুরের চালতিয়ায় রাজমিস্ত্রীর কাজ করতে এসেছিলেন। শুক্রবার সকালে হঠাতই একদল হনুমান ওই যুবককে আক্রমন করে। হনুমানের হাত থেকে ওই যুবককে উদ্ধার করতে স্থানীয় মানুষেরা ছুটে আসে। যদিও তার আগেই ওই যুবককে হনুমান আক্রমন করে দিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হনুমানের কামড়ে আক্রান্ত যুবক
শুক্রবার,২৮/১২/২০১৮
494
বাংলা এক্সপ্রেস---