স্কুলের মাঠের উপর অশুভ শক্তির কুনজরের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান


শুক্রবার,২৮/১২/২০১৮
440

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: স্কুলের মাঠের উপর অশুভ শক্তির নজর পড়েছে। তাই স্কুলের মাঠ রক্ষা করার জন্য অশুভ শক্তির কুনজরের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযানে নামলো এলাকার কিছু প্রতিবাদি যুবক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের গোতালতোড়ে। গোয়ালতোড় হাইস্কুলের যে নিজস্ব খেলার মাঠ রয়েছে সেটি তাদের রায়ত সম্পত্তি, এই দাবী করে গোয়ালতোড়ের গোট শিংলা গ্রামের এক বাসিন্দা কয়েকজন লোক নিয়ে এসে গতকাল বুধবার স্কুলের মাঠ দখল করতে যায়। সেই সময় স্কুলের নিজস্ব খেলা চলছিল। এই নিয়ে একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয় স্কুল মাঠে। পরে গোয়ালতোড়ের আরআই নিজে স্কুল মাঠে উপস্থিত হয়। সমস্ত কাগজ পত্র দেখে তিনি প্রাথমিক ভাবে জানিয়েছেন যে কাগজ দেখে মনে হয় এটা স্কুলের জায়গায়। পরে খতিয়ে দেখে সঠিক জানানো হবে।

এই স্কুল মাঠ দখল করতে আসার প্রতিবাদে গোয়ালতোড়ের স্থানীয় বাসিন্দা অমিত কোলে, তাপস সার, দীপক বিষয় রা একটি গণস্বাক্ষর অভিযান করেন। তাতে গোয়ালতোড়ের প্রচুর মানুষ স্বাক্ষর করেন। গোয়ালতোড়ের স্থানীয় বাসিন্দা দীপক বিষয় বলেন যারা স্কুল মাঠ দখল করতে এসেছিল তাদের পূর্বপুরুষরা এই জায়গা টি গোয়ালতোড় স্কুলের নামে দান করে দেয় এবং সেই ভিত্তিতে পরে স্কুলের নামে জায়গাটির রেকর্ড হয়। কিন্তু তারা সেই কাগজ অস্বীকার করে স্কুলের মাঠ দখল করতে আসে। এর আগেও অনেকবার এসেছিল। কিন্তু এর প্রতিবাদে গোয়ালতোড়ের আপামর জনগণ একজোট হয়ে প্রতিবাদ করেন ফলে তারা ফিরে যায়। ফের আবার এসেছে। স্কুলের মাঠ কে এই ভাবে দখল করার প্রতিবাদেই আমাদের এই গণস্বাক্ষর অভিযান চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট