বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠাচ্ছে বললেন দিলিপ

উত্তর দিনাজপুর: সারা বাংলায় যখন বিজেপি কর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নেমেছে ঠিক তখন  শাসক দলের মদতে পুলিশকর্মীরা বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠাচ্ছে আজ উত্তরদিনাজপুর জেলায় রায়গঞ্জের চন্ডী তলায় বিজেপির বিক্ষোভ একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ  বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখনদিশেহারা হয়ে পড়েছেন তাই তিনি  নানান জায়গায় মিথ্যা  কথা বলছেন।দিলীপ ঘোষ বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রথ সারাবাংলা ব্যাপী বের হবার কথা ছিল যা আদালতের রায়ে আপাতত স্থগিত।

তবে তিনি মনে করেন, আদালতের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে এবং আদালত আগামী দিনে এই ব্যাপারে সঠিক বিচার করবে তিনি বলেন বাংলার মানষের কথা বলার অধিকার আছে প্রতিবাদ জানানোরভাষা আছে তাই তারা মানুষের হয়ে বিজেপি পথে নামছেন সারা বাংলা জুড়ে বিজেপি কর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে। তিনি  বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী নির্বাচনেই বুঝে যাবেন কতধানে কত চাল হয়।

আর পরের বিধানসভা নির্বাচনে ওনাকে আর নবান্নে আসতে হবেনা কালিঘাটের টালিরবাড়িতে রামায়ন পাঠ করবেন তিনি।রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠারদাবিতে জেলা বিজেপির ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এভাবেই রাজ্য সরকারের দিকে বিক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি আরোবলেন, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহারের পরেই উত্তর দিনাজপুর সবচেয়ে সন্ত্রাস কবলিত জেলা। এখানে প্রশাসন বলে কিছু নেই।পুলিশ তোলা তুলছে৷ পঞ্চায়েত নির্বাচনে অবাধে গুলি বোমা চলেছে৷ এর বিরূদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিজেপির জেলা প্রেসিডেন্টকে দীর্ঘদিন জেলার বাইরে থাকতে হয়েছে।

যে ধান চাষকরেনি সে টাকা পাচ্ছে আর যে ধান চাষ করছে সে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে৷ আজ পর্যন্ত সবচেয়ে বেশি সহায়ক মূল্য দিচ্ছে মোদি সরকার৷ রাজ্য সরকারের ব্যার্থতার জন্যচাষীরা টাকা পাচ্ছেনা৷ দালাল চক্রের হাতে পরে সর্বস্বান্ত চাষীরা।কন্যাশ্রীরা খুন হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। এরাজ্যের মহিলারা সবচেয়ে অসুরক্ষিত।ব্যার্থতাকে ঢাকতেই ক্ষতিপূরণ দিয়ে মুখবন্ধ করতে চাইছে মুখ্যমন্ত্রী।দারিভিট স্কুলে ছাত্র ছাত্রীরা বাংলা বিশয়ের শিক্ষক চেয়ে উর্দু বিশয়ের শিক্ষক পাচ্ছে৷ টেটের রেজাল্ট বেড়হচ্ছেনা। এরাজ্যে পড়াশোনা, চাকরি সবকিছুতেই টাকা দিতে হচ্ছে৷ অনাহারে আট জন সবর জাতির মানুষ মারা যাচ্ছে, আর দিদি বলছে কিছুই হয়নি৷ শুভেন্দু অধিকারিকেদারিভিটে ঢুকতে দিচ্ছেনা গ্রামবাসিরা।

এরাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে বিজেপি৷আগামী নির্বাচনে তৃণমূল আশ্রিত গুন্ডাদের যোগ্য জবার দেবে বিজেপি৷সেন্ট্রাল ফোর্সের সামনে টিএমসির লোক গন্ডগোল করতে এলে এবারে মুশকিল আছে৷ কোন লাল চোখ এবারে চলবে না৷ এদিনের সভায় বিজেপিতে যোগ দিলেনএকসময়ের ডালখোলার বিজেপি নেতা হেম মন্ডল।হেম মন্ডলের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ৷ এদিনের বিক্ষোভ সভায়উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক রিতেশ তিওয়ারি, বিজেপির জেলা নেতা রথিন ঘোষ, নিমাই কবিরাজ, নির্মল দাম, মাফুজা খাতুন, সহ অন্যান্য নেতৃত্ব।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

2 days ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

3 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

3 days ago

বিহারের জামুইতে ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতীয় গৌরব দিবসে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…

3 days ago

২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে

মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…

4 days ago

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তা

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…

4 days ago