শিল্পপতি পার্থ জিন্দালের কাছে হাসপাতাল নিয়ে শালবনীর মানুষের চাওয়া পাওয়ার কথা বললেন নেপাল সিংহ


বুধবার,২৬/১২/২০১৮
538

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: সামাজিক দায়িত্বশীল সংস্থা র কার্যক্রমের ভেতর, পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রিত শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে র পরিষেবা প্রদানের দায়িত্বভার নিচ্ছেন জিন্দাল ফাউন্ডেশন। আজ সেই উপলক্ষে সংস্থার তরফে পার্থ জিন্দাল, শালবনী হাসপাতাল পরিদর্শনে আসেন। এই সফরের মধ্যেই শালবনী ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ কথা বলেন পার্থ বাবুর সাথে।

সরকারের তরফে চলে আসা সমস্ত পরিষেবা গুলি বিনামূল্যে চলার সাথে সাথে আরও উন্নততর আধুনিক চিকিৎসার সুযোগ মানুষ পাবেন বলে পার্থ জিন্দাল জানান, পশ্চিম মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ কে। নেপাল সিংহ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী আগেই শালবনী সুপার স্পেশালিটি নিয়ে তার প্রত্যয় এবং বিনামূল্যে পরিষেবাগুলি চালু থাকার কথা জানিয়েছিলেন, আজ পার্থ জিন্দাল ও একই আশ্বাস দিলেন। শালবনী থানার আধিকারিক বিশ্বজীত সাহা,শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লক্ষীকান্ত ঘোষ ও জিন্দাল ফাউন্ডেশন এর আধিকারিক রা উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট