পশ্চিম মেদিনীপুর: বুধবার সকালে কুয়াশা ঢাকা রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহি বাস। বাসটি যাত্রী নিয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার দিকে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার জয়ন্তীপুরের কাছে। এই ঘটনায় বাসের প্রায় ৫ জন যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এছাড়াও বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছে।
এই মুহূর্তে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এর জেরে রাস্তায় যানজট তৈরি হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি খড়্গপুর থেকে যাত্রী নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি ধাক্কা লাগে। এরপরেই বাসটি পাল্টি খেয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। প্রাথমিক ভাবে জানা গেছে, ট্রাক চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে।