পশ্চিম মেদিনীপুর: গতকাল রাজ্য মন্ত্রীসভার ক্যাবিনেটের মিটিং এ মেদিনীপুর খড়্গপুর এলাকার পাঁচটি খাসমহল এলাকার অধিবাসীদেরকে তাদের জমির রায়তি সত্ব দেওয়া হবে এই নির্দেশ কার্যকরী হয়। এর ফলে ওইসব এলাকার অধিবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়। মেদিনীপুর শহরের চারটি এবং খড়্গপুর এলাকার একটি খাসমহল এলাকার কয়েকহাজার অধিবাসীগণ তাদের নিজ জমির সত্ব ফিরে পাবে। এই নিয়ে খড়্গপুর লোকাল এর বিধায়ক দীনেন রায় এবং খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার তথা সবার প্রিয় খোকন দীর্ঘ দিন ধরে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করে।
কয়েক মাস আগে খড়গপুর আই আই টি এর সমাবর্তনে মুখ্যমন্ত্রী এলে তাঁর সঙ্গে এই ব্যাপারে খোকন সরকার এবং দীনেন রায় কথা বলেন। তারপর কিছুদিন আগে মেদিনীপুর জেলার প্রশাসনিক মিটিং এ এলে তখন আবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তখনই মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে এবারের ক্যাবিনেটের মিটিং এ পাশ করাবেন। তিনি কথা রেখেছেন। গতকাল ই এই নির্দেশ পাশ হয়েছে। সেইজন্য আজকে খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার এর নেতৃত্বে এলাকার মানুষ জন সবুজ আবীর মেখে উৎসব পালন পালন করে। প্রদীপ সরকার জানিয়েছে যে আমাদের মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, তাঁকে আমরা ধন্যবাদ জানাই খড়গপুর বাসীর তরফ থেকে। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী আমাদের দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়ন করার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ থাকবো।