সুতিতে তৃনমূলের গোষ্ঠী কোন্দলে আহত এক পঞ্চায়েত সদস্য


মঙ্গলবার,২৫/১২/২০১৮
492

বাংলা এক্সপ্রেস---

সুতিঃ সুতিতে তৃনমূলের গোষ্ঠী কোন্দলে আহত এক পঞ্চায়েত সদস্য বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সুতি থানার কাশিমনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েতে গোষ্ঠী কোন্দল,পঞ্চায়েত সদস্যের স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূল প্রধানের শ্বশুরের বিরুদ্ধে। অভিযোগ পঞ্চায়েতের প্রধান মৌটিনা বিবি তিনি নিজে পঞ্চায়েতের প্রধান হলেও প্রধানের হয়ে কাজ করে তার শ্বশুড় বাদল সেখ। বাদল সেখ সদস্যদের কিছু না জানিয়ে তাদের দিয়ে জোর করে বিভিন্ন কাজের রেজুলেশনে সই করিয়ে নিচ্ছেন বলে অভিযোগ দীর্ঘদিনের।

বেশ কিছুদিন ধরে এরই প্রতিবাদ করে ছিল এলাকার কয়েকজন পঞ্চায়েত সদস্য। সদস্য উর্মিলা মণ্ডল তিনি না দেখে রেজুলেশনে সই করতে চান নি।মঙ্গলবার সকালে পঞ্চায়েত সদস্যের স্বামী তপন মন্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতি বলে অভিযোগ। জঙ্গলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে বলে তারা জানিয়েছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় মহিশাহীল হাসপাতালে ভর্তি করা হয়। তপন মন্ডলের বাড়ির লোকেরা জানিয়েছেন এই ঘটনার পেছনে হাত রয়েছে পঞ্চায়েত প্রধানের স্বামীর। এই ঘটনায় আরও ১০ জনের বিরুদ্ধে সুতি থানার লিখিত অভিযোগ দায়ার হয়েছে বলে জানা গিয়েছে। যদিও অভিযুক্তরা এই বিষয়ে কোন কিছুই বলতে চায়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট