মহা সমারোহে চোপড়ার চার্চ গুলিতে পালন বড়দিন


মঙ্গলবার,২৫/১২/২০১৮
540

বাংলা এক্সপ্রেস---

চোপড়া: মহা সমারোহে চোপড়ার চার্চ গুলিতে পালন করা হল বড়দিনের উৎসব। এই উৎসবকে ঘিরে চোপড়ার কলাগাছ ও দেবিঝোড়া মিশনে ছিল উৎসবের মেজাজ। রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে গির্জায় প্রার্থনা সভা। গির্জা গুলিতে সেজে উঠেছে খ্রিস্ট ধর্মের গুরু যীশু খ্রীষ্টের জন্মের লীলার দৃশ্য। গির্জার সামনে সুন্দর ভাবে সাজানো হয়েছে কুরে ঘর তার মধ্যে শিশু রুপি যীশু খ্রিস্ট। কোথাও বা মাতা মরিয়ম আবার কোথাও বা যীশু খ্রিস্ট।

মঙ্গলবার গির্জায় সমবেত প্রার্থনা সেরে নিজ নিজ বাড়িতে চলে কেক খাওয়ার পালা। খ্রিস্ট ধর্মীয় সম্প্রদায়ের প্রত্যেক পরিবার বাড়িতে একটি করে স্টার টাঙ্গানো হয়েছে।কয়েক জনের সঙ্গে আলোচনা করে জানা গেল, ঈশ্বর পুত্র যীশু খ্রীষ্টের জন্মের সময়ে পূর্ব দিকের আকাশে একটি উজ্বল নক্ষত্র বা তারা আর্বিভাব হয়। সেই তারাই প্রমাণ করেছিল পৃথিবীতে একজন মহাপুরুষের জন্ম গ্রহণ হয়েছে। তাই খ্রিষ্ট ধর্মের বড়দিনের প্রতীক ওই তারা। চোপড়াতেও পালিত হল বড় দিনের উৎসব।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট