ঝাড়গ্রাম জেলায় ফের হাতির তান্ডব


সোমবার,২৪/১২/২০১৮
514

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলায় ফের হাতির তান্ডব। এবার জেলার নয়াগ্রাম ব্লকের টিকরাপাড়া, শ্রীরামপুর, তুলসীবনী গ্রাম। গতকাল রাতের বেলায় আক্রমন চালায় দলমার দাঁতালl গত তিনদিন আগে 95 টি হাতির পাল নয়াগ্রামে ঢুকেছে। বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে ওই হাতির পাল গত দুদিন আগে কেশররেখা গ্রামের প্রায় 20 টি বাড়ী ভেঙ্গে তছনছ করে দিয়েছিল। রবিবার রাতের বেলায় ওই পাল তান্ডব চালালো আবার তিনটি গ্রামে। ওই তান্ডবে তিনটি গ্রামের বেশকিছু বাড়ী ভেঙ্গে তছনছ করে দিয়েছে হাতির পাল। ওই পালের তান্ডবে গতকাল বাড়ী ফেরার পথে মৃত্যু হয়েছে বছর 60 এর এক বৃদ্ধার। একপ্রকার ঝাড়গ্রাম জেলার মূল সমস্যা দাঁড়িয়েছে হাতির তান্ডব। হাতির আতঙ্কে দিনকাটাচ্ছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বিভিন্ন গ্রাম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট