মমতা ব্যানার্জী কে রাজ্যের বাইরে যে কোন লোকসভা আসনে জিতে আশার চ্যালেঞ্জ মুকুল রায়ের


সোমবার,২৪/১২/২০১৮
684

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: মমতা ব্যানার্জী কে চ্যালেঞ্জ ভারত বর্ষের প্রধানমন্ত্রী হবেন বলছেন পশ্চিম বাংলার বাইরে কোন রাজ্যে ভোটে দাঁড়িয়ে জামানাত রাখতে পারলে রাজনিতী করা ছেরে দেবো ঝাড়গ্রামে এসে এমনই মন্তব্য করলেন মুকুল রায় লএছাড়াও তিনি আরও বলেন যে ঝাড়গ্রাম লোকসভায় এবার তৃণমূল পরাজিত হবে আর ভারতীয় জনতা পার্টির পার্থী বিপুল ভোটে জিতবে | এবং আপনারা জানেন যে বাংলায় গনতন্ত্রনেই আমাদের প্রস্তাবিত গনতন্ত্র বাঁচাও যাত্রা সেই যাত্রা রাজ্য সরকার এবিড ওবিড করে হাইকোর্টে বলছে বাংলায় আইনশৃঙ্খলা নেই |

স্বাভাবিক এই সরকারের কোন নৈতিক অধিকার নেই আর রাজ্যে খমতাই থাকার | এই মামলার সুপ্রিমকোর্টে দ্রুত সুনানী হবে ,সুতরাং গনতন্ত্র বাঁচাও যাত্রা হবেই  এবং গনতন্ত্র বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে তৃণমূলের কফিনের শেষ পেরেকটা পোঁতা হবেই | আজ সোমবার ঝাড়গ্রামে বিজেপির জেলা পার্টি অফিসে এসে তৃণমূল কে এক প্রকার হুঁশিয়ারি এবং ঝাড়গ্রাম লোকসভা আসনে বিজেপি জিতবেই এমনটা বলে গেলেন মুকুল রায় ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শৎপতি কে পাশে বসিয়ে | আজ ঝাড়গ্রাম লোকসভা আসনের সমস্ত নেতা কর্মীদের নিয়ে একটি বৈঠকে যোগ দিতে আসেন মুকুল বাবু |

তার বক্তব্যের মধ্যে তৃণমূল সুপ্রিমো কে চ্যালেঞ্জ ছুরে দেওয়া যে রাজ্যের বাইরে যে কোন লোকসভা আসনে জিতে আশার কড়া বার্তা| আজকের এই কর্মীসভায় মুকুল বাবু ছাড়া উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলা সভাপতি সুখময় শৎপতি ,জেলার দুই সম্পাদক অবনী ঘোষ ও সঞ্জিত মাহাত এছাড়াও জেলার বিভিন্ন নেতৃত্ব বৃন্দ ও কয়েক হাজার কর্মী গন |

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট