কলকাতা: প্রয়াত সিপিএম নেতা প্রাক্তন মন্ত্রী নিরুপম সেন।, ৫.১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।সিপিএমের পলিটব্যুরো সদস্য ছিলেন। শিল্প মন্ত্রী ছিলেন বামফ্রন্ট সরকারের।২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত মন্ত্রী ছিলেন তিনি।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।
সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সিপিএম নেতা। সেখানেই তাঁর জীবনাবসান ঘটে।
মৃতদেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে। বুধবার হবে শেষকৃত্য। আলিমুদ্দিন সূত্রের খবর।
নিরুপম সেন
আজ সল্টলেকের হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হবে সল্টলেকের বাড়িতে। তারপর পিস ওয়ার্ল্ড এ রাখা হবে মৃতদেহ। বুধবার সিটু অফিস, আলিমুদ্দিন হয়ে বর্ধমান পার্ট অফিস নিয়ে যাওয়া হবে। সেখান থেকে শোক যাত্রা বেরোবে। বর্ধমানে হবে শেষকৃত্য।
প্রয়াত সিপিএম নেতা, প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন
সোমবার,২৪/১২/২০১৮
778
বাংলা এক্সপ্রেস---