সুতি থেকে উদ্ধার ৮২টি তাজা বোমা


রবিবার,২৩/১২/২০১৮
575

বাংলা এক্সপ্রেস---

সুতিঃ মুর্শিদাবাদের সুতি থেকে উদ্ধার হল ৮২টি তাজা বোমা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৪জনকে যদিও মূল অভিযুক্ত পলাতক। শনিবার গভীর রাতে সুতি থানার পুলিস সূত্র মারফত খবর পেয়ে সুতির উমরপুর এলাকার ৫জনের বাড়িতে তল্লাশি চালায়। সুতি থানার পুলিস চাদিতলা এলাকার বাসিন্দা গোলাপ হোসেনের বাড়িতে তল্লশি চালিয়ে ২২টি তাজা বোমা এবং আরও ৪জন অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০টি তাজা বোমা উদ্ধার করে।

৫জনের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৮২টি তাজা বোমা উদ্ধার করে পুলিস। সুতির সাহাজাদপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আবিরুল সেখ(ছক্কু), রফিকুল শেখ, এনারুল শেখ এবং তুক্কাজামাম শেখ নামে ৪ অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করতে পারলেও মূল অভিযুক্ত গোলাপ শেখ পলাতক বলে জানা গিয়েছে। তবে কি কারনে ওই ৫অভিযুক্ত বাড়িতে বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখছে সুতি থানার পুলিস। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে সুতি থানা। ধৃতদের রবিবার আদালতে তোলা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট