পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের


রবিবার,২৩/১২/২০১৮
546

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম শুভঙ্কর দাস(২৭)। রবিবার দুপুরে বহরমপুর থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দাস এদিন ভাকুড়ি ৩৪নং জাতীয় সড়কের পাশে বহরমপুর হরিহরপাড়া রাজ্য সড়কের উপর ডিউটি করছিলেন। সেই সময় একটি পণ্যবাহী ১০চাকার ট্রাক পেছন থেকে সজোরে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে আহত অবস্থায় পড়ে যান শুভঙ্কর।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষনের মধ্যেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত শুভঙ্কর দাসের বাড়ি বহরমপুর থানার সুতির মাঠ এলাকায়। তবে তার এই অকাল মৃত্যুতে এলাকায় এবং সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যান বহরমপুর থানার আই.সি. সনৎ দাস। ঘাতক ট্রাকটিকে পুলিস আটক করতে পারলেও চালক পলাতক বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট