মোটরবাইক চুরির পান্ডা ধরা পড়ল রানিনগরে


রবিবার,২৩/১২/২০১৮
486

বাংলা এক্সপ্রেস---

রানীনগরঃ মোটরবাইক চুরির পান্ডা ধরা পড়ল মুর্শিদাবাদের রানিনগরে। ধৃতের নাম সুশান্ত মন্ডল(৩৬)। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১০টি বাইক উদ্ধার হয়। গত শুক্রবার তাকে রানিনগর থানার পুলিশ রানিনগরের নটিয়াল থেকে একটি বাইক সহ গ্রেফতার করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দশটি চোরাই বাইক বাজেয়াপ্ত করে রানিনগর থানার পুলিশ। গত শনিবার তাকে লালবাগ কোর্টে পাঠানো হলে সেখান থেকে পাঁচ দিনের পুলিস হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদের পর জানা অনেক চোরাই বাইক কেনা বেচার সঙ্গে যুক্ত আছে ওই অভিযুক্ত। খবর অনুযায়ী রানিনগর থানার পুলিশ জলঙ্গির পুলিশ প্রশাসন কর্তৃক যোগাযোগ করেন এবং জলঙ্গি থানার সাহায্যার্থে সুশান্ত মন্ডলের বাড়িতে তল্লাশি চালায়। রবিবার জলঙ্গির মোশমারী গ্রামের বাড়ি থেকে আরও ১০ টি বাইক পাওয়া যায় বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। তবে কিভাবে, কে বা কারা ওই বাইক চুরির চক্রের সঙ্গে জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট