বেহাল রাস্তার প্রতিবাদে ফের পথ অবরোধ ভাঙড়ে


রবিবার,২৩/১২/২০১৮
665

সাদ্দাম হোসেন মিদ্দে---

বেহাল রাস্তার প্রতিবাদে ভাঙড়ে আবারও পথ অবরোধ।রাস্তা আঁটকে,টায়ের জ্বালিয়ে ওয়ারি গ্রামের বাসিন্দারা ভোজেরহাট-শিখরপুর রোড অবরুদ্ধ করে দেয় কিছু সময়ের জন্য।এই রোড দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়কে উত্তর ২৪ পরগণার রাজারহাট নিউটাউনকে সরাসরি যুক্ত করেছে।এমন গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের ফলে অসুবিধায় পড়েন হাজার হাজার মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।অবরোধ তুলতে গেলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।পুলিশকে ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাতে থাকে।একই কারণে গ্রামবাসীরা মাসখানেক আগেও পথ অবরোধ করেছিল।তখন প্রশাসনিক ভাবে এক মাসের মধ্যে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিওয়া হয়।সময় গড়ালেও পূরণ হয়নি প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তার কাজ।প্রতিবাদে তাই ফের রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলে জানায় গ্রামবাসীরা।

এদিন পুলিশ ও স্থানীয় জন প্রতিনিধীদের আশ্বাসে ওঠে অবরোধ।ফের তারা এক মাস সময় নিয়েছেন।অবরোধকারীরা বলেন,প্রতিশ্রুতি অনুযায়ী একমাসের মধ্যে কাজ শুরু না হলে আর ও বৃহত্তর আন্দোলনে নামা হবে।এলাকার মানুষের অভিযোগ বেহাল রাস্তার কারণে প্রায়ই দূর্ঘটনায় কারও হাত ভাঙছে,কারও পা ভাঙছে।বিশাল ধূলিকণার কারণে শ্বাসকষ্ঠে ভূগছে অনেকে।এলাকার মানুষের ক্ষোভ স্থানীয় বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লার বিরুদ্ধে।তিনি বিধায়ক নির্বাচিত হলে ভাঙড়কে ঝাঁচকচকে করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও ধূলিকণায় ঢেকে যাচ্ছে এলাকা।বিধায়ককে এলাকায় পাওয়াই যায়না বলে তাদের অভিযোগ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট