সাঁওতালি ভাষা দিবস


রবিবার,২৩/১২/২০১৮
580

পিয়া গুপ্তা---
উত্তর  দিনাজপুর: ১৬ তম সাঁওতালি ভাষা দিবস পালিত হল চোপড়ার ১নং হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের মোলানি গছ এবিসি ফুটবল মাঠে। এদিন আদিবাসীদের  ১৬ তম সাঁওতালি ভাষা দিবস উপলক্ষ্যে এবিসি ফুটবল মাঠে বিভিন্ন বর্ণময়  অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন  পরে সংগঠনের সবুজ পতাকা উত্তোলন করা হয়। এবং পন্ডিত রঘুনাথ মুর্মুর ছবিতে মাল্য দান করে অনুষ্ঠানটি শুর করা হয়।
এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তীরন্দাজি প্রতিযোগিতা এবং আদিবাসী নৃত্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবিনা টুডু, স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রদীপ সিংহ , জাহিদুল রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মুগালাল বেশরা, জোসেফ টুডু ,সুভাষ হাসদা ও অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জোসেফ টুডু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট