পশ্চিম মেদিনীপুর : নেকুড়সেনি হাইস্কুলের (সাঁওতালি) নতুন ভবনের শিল্যানাস হল শনিবার। পাশাপাশি নেকুড়সেনি জুনিয়র হাইস্কুলের প্রথম বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন। নতুন ভবনের শিলান্যাস করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা মামনি মান্ডি। উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিংহ মহাপাত্র,জেলা পরিষদের সদস্য সূর্যকান্ত অট্ট,সদস্যা সুপর্ণা জৈন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিং,সহ সভাপতি রাধাকান্ত দাঁ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র হেমরম সহ প্রমুখ।
এদিন সকালে প্রভাতফেরির মাধ্যমে শুভ সুচনা হয়। তারপরই রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে সুচনা হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সর্বোত সাহায্যের অাশ্বাস নারায়নগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।পাশাপাশি বেশ বাধা কাটিয়ে নতুন ভবন পেয়ে খুশি জুনিয়র বিদ্যালয়ের শিক্ষক থেকে সকলে। এদিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী রা। এদিনের এই অনুষ্ঠান থেকে স্কুল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ন বিদ্যালয়ের শিক্ষক দের সংবর্ধিত করা হয়।