১৯ জানুয়ারি ব্রিগেডের সমর্থনে পদযাত্রা মানস ভুঁইয়ার


শনিবার,২২/১২/২০১৮
494

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : আগামী ১৯ জানুয়ারি ব্রিগেড চলো ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সমর্থনে সবং ব্লক তৃণমূল কংগ্রেস ও সবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যেগে পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা এলাকার কাঁটাখালি থেকে সবং পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তা একটি পদযাত্রা করা হয়। সেই পদযাত্রা যোগদেন রাজ্যসভার সাংসদ মানসরঞ্জন ভুঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন সবং বিধানসভার বিধায়ক গীতারানী ভুঁইয়া।

পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আবুকলাম বক্স সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ব্যান্ড সহযোগে প্রত্যেকটি স্টপেজে তৃনমূল কর্মীরা এই পদযাত্রা যোগ দিচ্ছেন। এই পদযাত্রা নিয়ে মানসরঞ্জন ভুঁইয়া বলেন ২০১৯ এর লোকসভায় বিজেপি ফিনিস হবে। তারই জন্য আমরা সবংয়ে পদযাত্রা করছি এবং আগামী ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন আমরা একইভাবে ৪নং অঞ্চলের দেহাটি থেকে তেমাথানি পর্যন্ত ১৮কিলোমিটার রাস্তা পদযাত্রা করবো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট