জমিতে ট্রাক্টর যাওয়া নিয়ে বচসা


শনিবার,২২/১২/২০১৮
513

বাংলা এক্সপ্রেস---

ভরতপুরঃ জমিতে ট্রাক্টর যাওয়া নিয়ে বচসার জেরে গুলিবিদ্ধ নবম শ্রেনীর এক ছাত্র। আহত ছাত্রের নাম রাহুল পাল। সে গুন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ভরতপুর গুন্দরিয়া গ্রামে। আহত ছাত্রের পিতা নীলমাধব পালের অভিযোগ শুক্রবার দুপুরে জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গ্রামের এক বাসিন্দা প্রানকৃষ্ণ পালের সঙ্গে তার ঝামেলা হয়।

আর সেই ঝামেলার জেরেই শনিবার সকালে নীলমাধব পালকে লক্ষ্য করে গুলি চালায় প্রানকৃষ্ণ পালের লোকজন। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে নীলমাধব পালের ছেলে রাহুল পালের পেটে লাগে। গুলিবিদ্ধ ছাত্র মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কান্দী মহকুমা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। ভরতপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট