ছাত্র-ছাত্রীদের যদি শিক্ষার আলোয় আকর্ষণ করতে না পারা যায়, তাহলে শিক্ষা বেশিদূর এগোতে পারে না বলে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এর মন্ত্রী গোলাম রব্বানী। তিনি বলেন, প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উচিত ভালো শিক্ষা নেওয়া। কলেজ থেকে এর মধ্যে যেমন কলেজের প্রফেসর দের আন্তরিকতা থাকবে, তেমনি থাকবে আন্তরিকতা ছাত্রছাত্রীদের মধ্যে। তিনি বলেন, আগামী দিনে যাতে কালিয়াগঞ্জ কলেজ কে রায়গঞ্জ ইনভারসিটি কলেজের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে তিনি যথাযথ চেষ্টা করবেন।
গোলাম রব্বানি আরো বলেন, রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার প্রসারে খুবই আন্তরিক তাই এই শিক্ষাঙ্গনের আগামী দিনে যাতে আরো বেশি বেশি করে উন্নয়ন করা যায় সেদিকে তিনি যথাযথ চেষ্টা চালিয়ে যাবেন। এরপর বক্তব্য রাখেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র। তিনি বলেন, বর্তমান যুগ দ্রুতগতির ইন্টারনেট নির্ভর। আগের সাথে এখনকার ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। তাই আধুনিক মানের যাতে শিক্ষা ব্যবস্থা গোরে আগামী দিনে যাতে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে সে ব্যাপারে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, কালিয়াগঞ্জ কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ উত্তরবঙ্গের মধ্যে এই কলেজ থেকে ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাই কলেজে যাতে ঠিকঠাক পঠন-পাঠন হয় তার জন্য নজর দিতে হবে।