পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রাম বাসিদের বেশ কিছু দাবি পূরনের আস্বাস দিয়েছিলেন ততকালিন উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সদস্য তথা তৃনমূল নেতা জাভেদ আখতার। জেলার ইসলামপুরের নিজ এলাকার বেশ কিছু কাচা রাস্তা পাকা ও ছোট ব্রিজ নির্মানের নির্মান করে দেবেন জয়ী হবার পর। উন্নয়নকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয় জাবেদ আখতারের স্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলা সহকারি সভাপতি ফারাত বানু।
সাধারন মানুষদের প্রতুশ্রুতি দেওয়া মতো রাজ্যের মূখ্যমন্ত্রী অনুপ্রেরনায় রাস্তা ও ছোট ব্রিজ নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়েছে জেলা পরিষদ থেকে। সেই মতাবিক দারিভিট স্কুলের পাশ থেকে ব্যাঙ্গল টু ব্যাল রাস্তার সংযোগ দেড় কিলো মিটার রাস্তার কাজ শুরু হবে। সেই মতাবিক আজ সরজনিমে খতিয়ে দেখতে যান তৃনমূল নেতা জাভেদ আখতার ও জেলা পরিষদের সহকারি সভাপতি ফারাত বানু। আগামী কিছু দিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে। এই রাস্তার কাজ সম্পন্ন হলে ছাত্র ছাত্রী থেকে শুরু করে গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।