পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে শালবনি নেতাজি স্টেডিয়ামে শুরু হলো তিন দিনের জঙ্গলমহল উৎসব। উৎসবের সূচনা করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো অজিত মাইতি ও জেলা পরিষদ সভাধিপতি উত্তরা সিং হাজরা। পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকের ছৌ জাওয়া পাতা করম ভুয়াং সাড়পা ইত্যাদি নাচের দল গুলি সাংস্কৃতিক প্রতিযোগিতায় যোগ দিয়েছে। জেলার লোকসংস্কৃতি কে উজ্জীবিত করতে রাজ্য সরকারের এই উৎসবের আয়োজন। জঙ্গলমহলের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় জঙ্গলমহল উৎসব চলছে।
শুরু হলো পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল উৎসব
বৃহস্পতিবার,২০/১২/২০১৮
669
বাংলা এক্সপ্রেস---