ফের টিকিয়া পাড়ায় অস্ত্র কারখানার হদিস


বুধবার,১৯/১২/২০১৮
521

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: ফের হাওড়া টিকিয়াপাড়ায় অস্ত্র কারখানার হদিস। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরি করার সরঞ্জাম। টিকিয়াপাড়ার গঙ্গারাম বৈরাগি লেনে সন্ধান পায় পুলিশ। মূলত লেদের কাজের আড়ালে চলত আগ্নেয়াস্ত্র তৈরীর কাজ। এর আগেও টিকিয়াপাড়ায় অস্ত্র তৈরীর কারখানার হদিশ পাই পুলিশ সেই সূত্র ধরেই এই কারখানার খোঁজ মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়া পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী সহ পদস্থ কর্তারা। গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।

ধৃতরা ভিন রাজ্যের বাসিন্দা। কিভাবে জনবহুল এলাকায় অস্ত্র কারখানার কারবার চলছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানান কারখানা সব সময় বন্ধ থাকত।তাই ভিতরে কি হতো কিছুই বোঝা যেত না। এমনকি বাইরে থেকে কোন জিনিস নিয়ে যাওয়া নিয়ে আসাও চোখে দেখা যেত না। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট